বরিশালে তীব্র তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন


Barisal Crime Trace -HR প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২১, ১২:৫৬ অপরাহ্ণ /
বরিশালে তীব্র তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন

নিজস্ব প্রতিবেদক ।। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, রাজশাহী, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

এসব অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে জানা গেছে।

 

এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী তিন দিন সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

তবে সিলেটে বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সোমবার (২৬ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস