নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শহরের বটতলা এলাকায় সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তি গত ছয় মাস ধরে সিনিয়র সাংবাদিক আলম রায়হানকে নানানভাবে হয়রানি করে আসছে। সিদ্দিক এলাকায় মামলাবাজ, চাঁদাবাজ ও মাদক কারবারী হিসেবে পরিচিত। মাসখানেক ধরে আলম রায়হানকে নানানভাবে হুমকি দিচ্ছে সিদ্দিক। এ ব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৬ এপ্রিল জুমার নামাজের সময় আলম রাহানকে নগরীরর বটতলা বাজারের উল্টা দিকে জেলা পরিষদের মার্কেটের সামনে লাঞ্চিত করে সিদ্দিক। এ ব্যাপারে ১৮ এপ্রিল কোতয়ালী থানায় আলম রায়হান অভিযোগ করেন। জিডি নং-৮২৬, তারিখ ১৮/৪/২১।
আলম রায়হানের অভিযোগের সাতদিন পর কোতয়ালী থানার এস আই টিপু সুলতান গতকাল রবিবার বিকেলে আলম রায়হান ও সিদ্দিককে বটতলা পুলিশ ফাঁড়িতে ডাকেন। প্রায় ঘণ্টাখানেক দুই তরফের বক্তব্য শোনেন এস আই টিপু সুলতান। এরপর তিনি আপোষ রফার জন্য বলেন।
এ অবস্থায় আলম রায়হান বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।
আলোচনা শেষে আলম রায়হান চলে আসতে চাইলে নানান ধরনের কথা বলে আলম রায়হানকে আটকাবার চেষ্টা করেন সিদ্দিক। এ সময় পুলিশের এসআই টিপু সুলতান রহস্যজনক নীরবতা পালন করেন।
এরপর থেকে সাংবাদিক আলম রায়হানের প্রতি সিদ্দিকের হুমকির মাত্রা আরও বেড়েছে। অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে আলম রায়হানকে পারিবারিক সম্পত্তিতে যেতে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সিদ্দিক।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :