1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নিতকরনের দাবীতে মানববন্ধন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নিতকরনের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ইফতেখার শাহীন, বরগুনা। বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নিত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়নসহ রাজনৈতিক সংগঠন ও বরগুনার বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সাধারণ মানুষ। শনিবার সকাল ১১ টায় পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগিঠনক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফ্তি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজীব, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ-বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কটি মাত্র আছে ১৮ ফুট। পাশাপাশি ৫৬কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি বাঁক। যে কারণে প্রায়ই দুর্ঘটনাসহ যাত্রীদের প্রানহানির ঘটনা ঘটছে।

প্রতিদিন বরগুনা সদর, চান্দখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রায় ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে সরু ও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে। তাই অবিলম্বে সড়কটি চারলেনে উন্নীত করাসহ বাঁক অপসারণের দাবী জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network