বরিশালে প্রয়াত মা ও প্রবাসীর পরিচয়ে টিকা নিয়ে আটক ২ বোন, মুচলেকায় ছাড়া


Barisal Crime Trace -HR প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ /
বরিশালে প্রয়াত মা ও প্রবাসীর পরিচয়ে টিকা নিয়ে আটক ২ বোন, মুচলেকায় ছাড়া

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে প্রয়াত মা ও আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে করোনাভাইরাসের টিকা নিয়ে ধরা পড়েছেন দুই সহোদরা; শেষে মুচলেকায় ছাড়া পেয়েছেন।

 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

এই দুই বোন হলেন বরিশাল নগরীর আমিরকুটির এলাকার মহসিনুজ্জামান নাজমুলের মেয়ে জান্নাতুল মাওয়া অথৈ (২৫) ও নাফিসা নাওয়ান অতি (১৮)।

 

দুই বোন ও টিকা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বরাত দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুর বলেন, অথৈ ও অতির মা নুসরাত জাহান শিখা কয়েক বছর আগে ৪১ বছর বয়সে মারা গেছেন। অন্যদিকে, অথৈয়ের ঘনিষ্ঠ বান্ধবী সাথির বড়ো বোন ঝুমা হক (৫৫) দীর্ঘ দিন ধরে আমেরিকায় বসবাস করছেন।

 

“মৃত শিখা ও প্রবাসী ঝুমার জাতীয় পরিচয়পত্রের সাহায্যে টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেন অথৈ ও অতি। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সোমবার সকালে তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।”

ডা. ফয়সাল আরও বলেন, কার্ড যাচাই বাছাইয়ের সময় রেজিস্ট্রেশনকৃত দুই নারীর বয়সের সঙ্গে টিকা গ্রহীতাদের বয়সের বেশ অমিল থাকায় স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়; এবং দুই বোনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

 

অথৈ ও অতির বাবা মহসিনুজ্জামান নাজমুল জানান, তার স্ত্রী নুসরাত জাহান শিখা প্রায় ৪ বছর আগে ২০১৭ সালের ১০ জুলাই মারা গেছেন। দুই মেয়ের মধ্যে অথৈ অনার্স শেষ করেছেন, অতি দ্বাদশ শ্রেণির ছাত্রী।

 

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, দুই বোনকে মুচলেকার মাধ্যমে তাদের বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

“তারা বলেছেন-যেহেতু তাদের টিকা নেওয়ার বয়স হয়নি তাই এই কাজ করেছেন। তাদের অপরাধের মাত্রা কঠিন না হওয়ায় মানবিক দিক বিবেচনা করা হয়েছে।”

 

তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।