
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল এলাকার মেঘনা নদীর তীর থেকে হরিণটি উদ্ধার করা হয়।
হরিণটির ওজন প্রায় ৩০ কেজি হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে একটি হরিণ লোকালয়ে চলে আসে। এ
সময় উৎসুক জনতা হরিণটিকে দেখে ধাওয়া দেন। খবর পেয়ে আমরা সেখানে পুলিশের একটি টিম পাঠিয়ে হরিণটিকে উদ্ধার করে
থানায় এনেছি।
তিনি আরো জানান, হরিণটি উদ্ধারের পর বনবিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। তারা এলে হরিণটি তাদের কাছে হস্তান্তর করা হবে। হরিণটি বনে অবমুক্ত করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বনবিভাগের লোকজন।