
সঞ্জিবদাস,গলাচিপাপ্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মৃত নিমাই চাঁদ পোদ্দারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার পোদ্দার এর ঘরে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায় ২৩ আগস্ট গভীর রাত আনুমানিক ৪ টার দিকে শ্যামল কুমার পোদ্দারের ঘরের পিছনের দরজা ভেঙে একে একে তিনটি দরজা ভেঙে চারজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করেন।
এসময় শ্যামল কুমার পোদ্দারের স্ত্রী, কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে সারে চার ভরি স্বর্নালংকার ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনা স্থলে পুলিশ পরিদর্শন করেছে।
বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর জানান, খবর শুনে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি এবং পরে আমি নিজে গিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।