
সঞ্জিব দাস,গলাচিপা প্রতিনিধি// পটুয়াখালীর গলাচিপায় প্রগতি যুব সংগঠনের আয়োজনে ২০২৫ সালের এস এস সি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬টি ক্যাটাগরিতে ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রগতি যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিক হোসেন তাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ ফোরকান কবির। এ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৩২ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ও প্রগতি যুব ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ ফোরকান কবির।