
মোঃমনছুর আলম,ভোলা// চ্যানেল এস টেলিভিশনে সম্প্রচারিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে সাড়া দিল জেলা প্রশাসন।
ফুটপাত দখলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে বুধবার সকাল থেকে শুরু হয়েছে দখলমুক্ত অভিযানের কার্যক্রম।
জেলা প্রশাসনের একাধিক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে এবং অবৈধ ভাবে ফুটপাত দখল করার অপরাধে তিনজনের কাছথেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ভোলার সচেতন মহল ও পথচারীরা, যারা প্রতিদিন ফুটপাতে চলাচলে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন।