
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন। উদ্বোধক ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ঢালী মোঃ রুহুল আমিন অভি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মস্তফা, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন গাজী, মোঃ শহিদুল আলম মাষ্টার, মোঃ আজিম তালুকদার, আহ্বায়ক সদস্য মোঃ আসলাম হাওলাদার ও মোঃ আজাদ হাওলাদার। কর্মীসভায় সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইদ হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলু গাজী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা গাজী মোঃ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ এনিম মৃধা, টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজ শরীফসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।