
এস এম আলমগীর হোসেন//বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কু’রুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলাপাড়া উপজেলা বিএনপি।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কলাপাড়া শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানকে নিয়ে অশোভন বক্তব্য প্রদানকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারা দেশে আন্দোলনের ঝড় উঠবে।”
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।