
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বেলা ১১টায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় ইউনিয়নের ট্যাগ অফিসার ও কলাপাড়া বন কর্মকর্তা মোঃ মনিরুল হক-কে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম.এ জলিল তালুকদার, ইউপি সদস্যবৃন্দের মধ্যে আব্দুর রব, মোঃ সোবহান বিশ্বাস, মোঃ খলিল মল্লিক, সাখাওয়াত হোসেন মাসুদ, সালমা বেগম, নাহিদা আক্তার মুক্তা ও রাবেয়া আক্তার।
এ সময় গ্রাম পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। অত্যন্ত আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই বিদায়ী অনুষ্ঠানে ট্যাগ অফিসারের হাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।