1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষার্থীদের ডোপ টেস্ট করিয়ে এসএসসি পরীক্ষায় বসানোর আহ্বান - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

শিক্ষার্থীদের ডোপ টেস্ট করিয়ে এসএসসি পরীক্ষায় বসানোর আহ্বান

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এসএসসি পরীক্ষার ফলাফল শুনে আজকাল পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হয়তো এসব শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়েছে। তাই ডোপ টেস্ট করিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।

আজ শনিবার বরিশালে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। মাদকাসক্তি নিরাময়ে চিকিৎসার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে নগরীর একটি রেস্তোরাঁয় এ বৈঠকের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান নিউ লাইফ ও জাগ নারী।

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কণ্ডু জানান, বরিশালের সব জায়গায় মাদক রয়েছে। এখানে আধুনিক মানের মাদকের চালান ঢুকে পড়েছে। বর্তমানে ইয়াবার দাপটে ফেনসিডিল, গাঁজা নিচে পড়ে গেছে। মাদকের বিস্তার এত বেড়েছে যে, এক বছর আগে যেখানে মাসে ৬০-৭০টি মামলা হতো, এখন ১৫০টির ওপরে মামলা করতে হয়।

এ থেকে বোঝা যায়, বরিশালে মাদক সেবন বেড়ে গেছে। পরিচালক পরিতোষ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে অভিযানের আগেই অনেক সময় জেনে যায়। এর কারণ শর্ষের ভেতরেও ভূত আছে। আমরা আশা করি, এসব প্রতিবন্ধকতা দূর করে মাদক নিয়ন্ত্রণে রাখতে পারব। এখন ডোপ টেস্টের মাধ্যমে গাড়িচালক, বিসিএস পরীক্ষার্থী, প্রাথমিক শিক্ষক মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে বক্তারা মত দেন, মাদকের বিকল্প হিসেবে যুবসমাজকে এই নগরে খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ করতে হবে। তাহলে সমাজ বাঁচবে। বৈঠকে আয়োজকেরা জানান, দেশে প্রায় ৪০০ বেসরকারি মাদক নিরাময়কেন্দ্র রয়েছে। বরিশালে এই সংখ্যা ৮ থেকে ১০টি। এর মধ্যে মাত্র দুটিতে সঠিক চিকিৎসা হয়। বাকিগুলোতে মাদকাসক্তদের চিকিৎসার নামে যদি নির্যাতন করা হয়, তবে এর দায় অন্যরা কেন নেবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।

নিউ লাইফের প্রতিষ্ঠাতা মর্তুজা জুয়েলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিতি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলার উপপরিচালক মো. তানভীর হোসেন খান, জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংবাদিক মুরাদ আহমেদ, কাজী মিরাজ মাহমুদ, অপূর্ব অপু, এনজিওকর্মী খোরশেদ আলম প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network