গতকাল রাত ১১টায় উজ্বল চত্বরে সড়কে গতিরোধক বসানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির। উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ও সামাজিক সংগঠন সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন, এস এ টিভির জেলা প্রতিনিধি মোঃ নুরজামান ফারুক,সহকারি শিক্ষক জিয়াউল হক রুবেল, ছাত্রলীগের সভাপতি ও সূর্যশিখা ব্লাডডোনার ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।
এ সময়ে উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির বলেন, সড়কের বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন গাড়ী বেপরোয় গতিতে চলাচল করে। এমন অতিরিক্ত গতি আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় গতি নিয়ন্ত্রণ ছাড়া দুর্ঘটনা কমানো যাবে না। এজন্য শহরের বিভিন্ন সড়কে গতিরোধক বসানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা কমে আসবে।
আপনার মতামত লিখুন :