
চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প বসানো হয়। এ সময় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৫ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছার আহম্মেদ কমল, সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, যুগ্ম বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্ট, যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দেন। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমরা শপথ নিচ্ছি–দেশ ও জনগণের কল্যাণে সর্বদা ঐক্যবদ্ধ থাকব।