তানজিল জামান জয়।। কলাপাড়ায় চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী হামলায় সাত জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া থেকে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এসময় বাবু বাহিনীর মাছুম নামের এক যুবক এসে মাইক্রোবাসের ড্রাইভারের কাছে ৫ শ’ টাকা চাঁদা দাবি করে। এনিয়ে বাক বিতন্ডার একপর্যায় অতর্কিত হামলায় ঘটনা ঘটে।
বাবু বাহিনীর এই হামলায় নাহিদ, মিম, আল হাসান সাগর ও নয়নকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে মাসুমকে আটক করেছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদ রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।