1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকসু নির্বাচনে এজিএস পদে লড়ছেন বরিশালের সন্তান মহিউদ্দিন রনি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

বরাবরই গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছিলেন দখিনের সন্তাননরা

ঢাকসু নির্বাচনে এজিএস পদে লড়ছেন বরিশালের সন্তান মহিউদ্দিন রনি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক, অর্থাৎ এজিএস পদে লড়ছেন বরিশালের সন্তান মহিউদ্দিন রনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিমধ্যেই শুরু করেছেন তার আনুষ্ঠানিক প্রচারণা।

তবে কে এই মহিউদ্দিন রনি?

বরিশাল সদর উপজেলার সন্তান মহিউদ্দিন রনি বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্কুল জীবন থেকেই বরিশালের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে নানা ধরনের সামাজিক কর্মকান্ডে অংশ নিতেন।

মহিউদ্দিন রনি— একটি নাম, যা জড়িয়ে আছে আন্দোলন আর সংগ্রামের সাথে।

তিনি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করেন আন্দোলন।

অব্যবস্থাপনা, দুর্নীতি আর সিন্ডিকেট ভাঙার দাবিতে তার আহব্বানে রাস্তায় নেমেছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ।

এর আগেও তিনি নজর কেড়েছেন দেশবাসীর। রেলওয়ের অনিয়মের বিরুদ্ধে একাই শুরু করেছিলেন প্রতিবাদ। সারাদেশে পেয়েছিলেন ব্যপক প্রশংসা। আর ২৪-এর গণঅভ্যুত্থানেও সম্মুখ সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এই তরুণ।

তবে হঠ্যাৎ ঢাকসু নির্বাচনে কেন প্রার্থী হলেন মহিউদ্দিন রনি? এবিষয়ে এই প্রতিবেদককে রনি বলেন, ‘স্বাধীনতার পর সবাই দলীয় স্বার্থ হাসিল করেছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য কোনো কাজ হয়নি। আমাদের অনেক অভিযোগ ও অপ্রাপ্তির জায়গা আছে। সেখানে ডাকসু আমাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত ঋণ পূরণ করার এখন সময় এসেছে। সবার ম্যান্ডেট নিয়ে সংকট নিরসনে কাজ করে যেতে চাই।’

এবিষয়ে বরিশালের শিক্ষার্থী ও ধর্ষণ বিরোধী প্রতিরোধ মঞ্চের বরিশাল বিভাগীয় কমটির আহবায়ক সুলাইমা জান্নাত সিফা বলেন, ‘মহিউদ্দিন রনি ভাই আমাদের বরিশালের গর্ব। আমরা বিশ্বাস করি সে বিগত দিনে রেলওয়ের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, শেবাচিম সহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন এবং বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানে যেভাবে সাহসী ভূমিকা পালন করেছেন তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু নির্বাচনে এজিএস পদে বিজয়ী হয়ে শিক্ষার্থী কল্যাণে কাজ করবে।’

অপরদিকে ডাকসুর ইতিহাসে বৃহত্তর বরিশালের সন্তানরা বরাবরই গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন। ভিপি পদে ভোলার তোফায়েল আহমেদ, বরিশালের রাশেদ খান মেনন, পটুয়াখালীর নুরুল হক নুর ও জিএস পদে পিরোজপুরের মেয়ে মতিয়া চৌধুরীর মতো নেতারা নেতৃত্ব দিয়েছেন, যারা সকলেই পরবর্তীতে জাতীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এবার তাদের সেই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচনে এজিএস পদে লড়ছেন বরিশালের আরেক সন্তান মহিউদ্দিন রনি।

তিনি ছাড়াও বরিশালের সন্তান তাওহীদুল ইসলাম, আকাশ শাহ, ঝালকাঠির মুনইম হাসান অরূপ সহ বেশ কয়েকজন সন্তান ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network