1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফ্যাসিস্টদের সাথে কোন আপোষ নেই : আকন কুদ্দুস - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

ফ্যাসিস্টদের সাথে কোন আপোষ নেই : আকন কুদ্দুস

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// ফ্যাসিস্টদের সাথে কোন আপোষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে নগরীর টাউন হলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

 

এসময় আকন কুদ্দুস আরও বলেন, ফ্যাসিস্টদের নিয়ে যারা দলভারী করার চেস্টায় আছে তারা দলের উপকারের পরিবর্তে ক্ষতি করছে। বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কিছু লোক অপকর্মে লিপ্ত হয়েছে। এগুলো কোনভাবেই বরদাস্ত করা হবে না। এসময় তিনি আগামী ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

এদিকে একই সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র বিএনপি’র হাতেই নিরাপদ। দেশে মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। পরবর্তীতে জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর এরশাদ এসে সেই গণতন্ত্র পুনরায় হত্যা করে। সেখান থেকে দেশ ও মানুষকে উদ্বারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া।

 

রহমাতুল্লাহ আরও বলেন, এরপর দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে দেশজুড়ে জুলুম, নির্যাতন করে মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে এই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষায় দীর্ঘ ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। যার মাধ্যমে ২৪ এর জুলাই গণঅভ্যুথানে দীর্ঘ বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। এবার তার হাত ধরেই দেশের গণতন্ত্র পুণরুদ্ধার হবে।

 

তিনি বলেন, বিএনপি’র হাতেই দেশ নিরাপদ। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশজুড়ে শান্তি বিরাজ করেছে। সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে। সুতরাং, বিএনপি’র হাতেই দেশ থাকবে সুরক্ষিত ও নিরাপদ।

 

সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্বা আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদস্য আলহাজ্ব নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: রফিকুল ইসলাম সেলিম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network