নিজস্ব প্রতিবেদক॥ মাস্ক পরার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি করোনাভাইরাসের টিকা নিতে উদ্বুদ্ধ করতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।
গুগল ডট কমে প্রবেশ করলে দেখা যাবে মাস্ক পরে আছে গুগলের প্রতিটি অক্ষর। মনে হবে যেন গুগল মাস্ক পরে আছে। শনিবার (১ মে) বিশেষ এ ডুডল প্রকাশ করেছে গুগল।
ডুডলে মাউসের (কম্পিউটার) কার্সর রাখলে বা হাতের (স্মার্টফোন) স্পর্শ দিলে টিকা নেঅয়ার পাশাপাশি মাস্ক পরতে বলা হচ্ছে। সঙ্গে সুস্থ থাকার আহ্বান জানানো হয়েছে। ইংরেজিতে লেখা ভেসে উঠছে- গেট ভ্যাকসিনেটেড, ওয়্যার অ্যা মাস্ক। সেভ লাইভ।
ডুডলটিতে ক্লিক করলে কোভিড ভ্যাকসিন নিয়ার মি নামক একটি পেজ চলে আসছে। সেখানে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রদর্শন হচ্ছে।
এছাড়া বাংলাদেশে টিকা নেওয়ার যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটসহ করোনাভাইরাস নিয়ে নানা তথ্য পাওয়া যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকায় মধ্যরাতে বসতঘর দখল নিতে গেলে বাঁধার মুখে দুই দফায় সংঘাতের ঘটনা ঘটে।
এতে ৩ জন রক্তাক্ত জখম ও আরও দই জন আহত হন বলে জানান স্থানীয়রা। গত ২৭ এপ্রিল রাত ৩ টায় ও ২৮ এপ্রিল সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুতুল বেগম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন।
শামসু গাজীসহ ২০/২৫ জনের একটি চক্র দেশীয় অস্ত্র নিয়ে ২৭ এপ্রিল রাত ৩টায় পুরাতন কলাবাগান এলাকায় একটি ঘর তুলে অবৈধভাবে দখল নিতে যায়। এ সময় জমির বর্তমান মালিক ঘর তুলতে বাধা দিলে ওই চক্রটি বেপরোয়া হামলা চালায়।
এতে মো. সাইফুল ইসলাম, মো. জাহিদ হোসেন, মো. তাওহীদ হাওলাদারসহ ৫জন আহত হয়। গুরুত্বর আহত সাইফুল, জাহিদ ও তাওহীদ ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। আরও আহত দুই জন প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।
২৮ এপ্রিল সকালে এনিয়ে আবারও হামলার ঘটনা ঘটে একই স্থানে। এ ব্যাপারে মামলার বাদী পুতুল বেগম এই প্রতিবেদককে জানান,
ঝালকাঠির লঞ্চঘাট ভেরিবাধ রোডস্থ পুরাতন কলাবাগানে ক্রয়সূত্রে জমির মালিক সাইফুল ইসলাম, মো. কাওছার হাওলাদার, ফেরদৌস, খায়রুল, শাহজাহান হাওলাদার, অ্যাড. মিজানুর রহমান মুবিন। এই জমিতে আমরা দীর্ঘদিন যাবত ঘর তুলে ভোগদখলে আছি।
কিন্তু স্থানীয় ভূমিদস্যু ও বহু অপকর্মের খলনায়ক আরিফ খলিফা বেআইনীভাবে আমাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে আমরা বাঁধা দিলে আমাদেরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় থানায় মামলা করায় তারা এখন পলাতক থেকে আমাদের বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দেয়। তাদের বিরুদ্ধে করা মামলা না তুললে পরবর্তীতে বড় খেসারত দিতে হবে বলেও হুশিয়ারী দেয়।
তিনি আরও জানান, বর্তমানে পরিবার নিয়ে অতঙ্কে জীবনযাপন করছি। এ ব্যাপারে আসামীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভাব হয়নি। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, মামলার পর থেকে আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।