ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ধ্রুবতারা’র উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ ও জন সচেতনতা সৃষ্টি করা হয়েছে। ২ মে সোমবার সকালে ঝালকাঠি শহরে কর্মরত শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা ধ্রুবতারার সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি সহ সংগঠনের সদস্য বৃন্দ।
উল্লেখ্য ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সারা দেশ ব্যাপি মাস্ক বিতরণের কর্মসূচি পালনের অংশ হিসেবে ঝালকাঠি ও বরিশালে আজ সোমবার মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।
ইতিপূর্বে ঝালকাঠিতে এ সংগঠনের উদ্যোগে ফ্রি মাস্ক, লিফলেট, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছিল।