চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি। ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নিয়েছে এক অজ্ঞাত পরিচয় অচেতন ব্যক্তি। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলেও এখনো নাম–পরিচয় জানা যায়নি। তার পরিবারের খোঁজে নেমেছে প্রশাসন।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অচেতন হয়ে পড়ে থাকেন ওই ব্যক্তি। পরে পথচারীরা বিষয়টি দেখে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাকলুকুর রহমান তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অজ্ঞাত ওই ব্যক্তির পরিবারের সন্ধান পেতে শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন। তিনি জানান, লোকটির পরিচয় উদঘাটন ও পরিবারকে খুঁজে বের করতে প্রশাসন কাজ করছে। এ ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
যদি কারো নিকট লোকটির পরিচয় বা পরিবারের কোনো তথ্য থাকে, অনুগ্রহপূর্বক সমাজসেবা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭৪৭৩৯৩০৮৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।