
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাওলানা মো. আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
রোববার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক, খতিব এবং ইসলামী বক্তা ছিলেন। তাকে যারা হত্যা করেছে তাদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া আগামীতে কোনো শিক্ষক, সুশীল সমাজ অথবা সাধারণ শিক্ষার্থীদের ওপরে কোনো ধরনের আক্রমন হলে তা ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা মো. বিন ইয়ামীন, মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল হক, শিক্ষার্থী মো. আবদুর রহমান, মো. কায়কোবাদসহ আরো অনেকে।