
ভোলা প্রতিনিধি: ভোলায় আমিনুল হক নোমানীকে গত শনিবার রাতে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে হত্যা কারীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে আজ সোমবার দুপুরে তাওহিদী জনতার আয়োজনে ভোলা হাটখোলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক, খতিব এবং ইসলামী বক্তা ছিলেন।
তাকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।যদি আসামিদের গ্রেফতার না করা হয় তাহলে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দিবে বলে জানান।