পিরোজপুর প্রতিনিধিঃ করোনাকালীন পরিস্থিতিতে পিরোজপুরে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ গুহ, পিরোজপুর ক্রিকেট একাডেমির সাধারন সম্পাদক আজমল হুদা নিঝুম। জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব লিটন কৃষ্ণ কর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন সিকদার, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন খান, জেলা শাখার সভাপতি মো. নাজমুল হুদা মিথুন।
এ সময় শতাধিক কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, চিড়া, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :