
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী স্বেচ্ছাসেবক দলের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমীন অভি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন গাজী এবং উপজেলা সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন ধানখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মৃধা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ। এ সময় উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ধানখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৭ নং ওয়ার্ড কমিটি: সভাপতি রাশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওইদুল প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল মিয়া। ৮ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ হিরন মৃধা, সিনিয়র সহ-সভাপতি সোহাগ হাওলাদার, সাধারণ সম্পাদক অভি মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ সুভ খান। ৯ নং ওয়ার্ড কমিটি: সভাপতি রফিক মৃধা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সর্বাত্মকভাবে কাজ করবে।”