বরিশালে ভেজালবিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
Barisal Crime Trace -HR
প্রকাশিত মে ৫ বুধবার, ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ভেজালবিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠান মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বাকেরগঞ্জে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, ওই এলাকায় আর্মড পুলিশের এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় ৮ প্রতিষ্ঠান মালিককে আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে হস্তান্তর করলে তাদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া, সুমি রাণী মিত্র ও সাফিয়া সুলতানা।