
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের আনন্দ পল্লী আবাসনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। উদ্বোধন করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন মাতুব্বর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার ও উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা নাসরিন সীমা।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মাহাবুব উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. শাহিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কলাপাড়া পৌর মহিলা সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, সাংগঠনিক সম্পাদক লাইজু বেগম, দপ্তর সম্পাদক তহমিনা আক্তার মালা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দোলন তালুকদার ও ধানখালী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহিলা দলের নেত্রী-কর্মীরা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নেবে। আসন্ন জাতীয় নির্বাচনে এবিএম মোশাররফ হোসেনকে বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকেই সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সদস্য খাদিজা বেগম। পরে ধানখালী ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন খাদিজা বেগম, সিনিয়র সহ-সভাপতি মুক্তা আক্তার, সাধারণ সম্পাদক সীমা আক্তার সুখী, যুগ্ম সাধারণ সম্পাদক রেছনা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হাওয়া বেগম।