
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের নিউ সোসাইটি মার্কেটে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ স্বজল বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েব এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার কারণে দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর এলাহী এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ বিল্লাহ।