বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাবুগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিদেশফেরত অভিবাসীদের নিয়ে আয়োজিত “উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা” বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ আব্দুর রউফ। তিনি অংশগ্রহণকারীদের কৃষিভিত্তিক উদ্যোগ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উদ্যোক্তা হওয়ার বাস্তবসম্মত কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন।
ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ও সুইজারল্যান্ড দূতাবাস এর সহযোগিতায় কে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের বাবুগঞ্জ কো-অরডিনেটর মোঃ আবু হানিফ। অনুষ্ঠানে বিভিন্ন অভিবাসী, স্থানীয় উদ্যোক্তা ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।