
দৌলতখান (ভোলা) প্রতিনিধি// ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে ২০২৫ সালের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
এসময় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠনটি সুনামের সাথে শিক্ষা প্রদান করে এসেছে । ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে আশাকরি । আজ থেকে তোমরাও এই সাফল্য-সুনামের অংশীদার হয়ে গেলে । এই প্রাণোচ্ছল প্রাঙ্গণে তোমাদের অভিবাদন । তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন , হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, বোরহানউদ্দিন উপজেলার বিএনপিরর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী মোঃ আযম বিএনপি নেতা সমাজসেবক মোঃ ফজলুর রহমান বাচ্চু মোল্যা , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সদস্য কাজী মঞ্জুরলআলম ফিরোজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল হক নাসিম কাজী , পৌর বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান কবির , যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন , উপজেলা যুবদলের সভাপতি মোঃ শিহাব উদ্দিন হাওলাদার , সাধারণ সম্পাদক, মোঃ জসিম খাঁন ছাত্রদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার সহ অনেকে।