নিজস্ব প্রতিবেদক>> নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ভাসমান-নিন্মবিত্তদেরকে খাদ্য সামগ্রী বা প্রণোদনা না দিলে গণভবনের সামনে নিরন্নদেরকে নিয়ে ঈদ করবে নতুনধারার রাজনীতিকগণ।
সামর্থনুযায়ী আমরা কারোনাকালের শুরু থেকে এখন পর্যন্ত তাদেরকে খাবার দিচ্ছি, যারা বঞ্চিত। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে ৮ মে বেলা ১১ টায় অনুষ্ঠিত ‘ঈদ উপহার’-এর প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় মোমিন মেহেদী বলেন, নতুনধারা বারবার দাবি জানিয়েছে যে, ভাসমান নিরন্নদের খাবার দিন-প্রণোদনা দিন। সেই দাবি না মানা হলে ঈদ ও ঈদের পরবর্তী দিনগুলো গণভাবনের সামনে কাটাবে তারা।