1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় তরুন প্রজন্মের সফলতার গল্প - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ভোলায় তরুন প্রজন্মের সফলতার গল্প

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃমনছুর আলম ভোলাঃ জেলায় তরুণদের নেতৃত্বে সামাজিক সচেতনতা ও সফলতার অভিজ্ঞতা বিনিময়বিষয়ক দিনব্যাপী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

নারী পক্ষের উদ্যোগে এবং ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় আজ বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। যা আজ বিকেল ৪ টায় শেষ হয়। এতে ভোলার তিন উপজেলার প্রায় দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

 

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন, নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। পরে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও তরুণ প্রজন্মের সফলতার গল্প তুলে ধরা হয় তথ্যচিত্রের মাধ্যমে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিফাত ফেরদৌস।

 

বিশেষ অতিথি ছিলেন, ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেছ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, ভোলা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ্উদ্দিন, ভোলা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন, তারুণ্যের কন্ঠস্বর ভোলার সদস্য সাবরিনা ইসলাম বর্ষা।

 

ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপুর সভাপতিত্বে ও তারুণ্যের কন্ঠস্বর ভোলা জেলার সদস্য হাজেরা বেগম ইমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন।

 

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, ভোলা জেলা তথ্যসেবা কর্মকর্তা আফনান হক, ভোলা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী, স্বপ্নীল শিশু কিশোর সংগঠন সভাপতি ইভান তালুকদার, তারণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলা সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান, সদস্য আমানউল্লাহ রাব্বি, আমেনা কলিসহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে না। পাশাপাশি তারা বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর জোর দেন।

 

নারীপক্ষ জানায়, ‘অধিকার এখানে, এখানেই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভোলায় এই কার্যক্রম বাস্তবায়ন করেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ।

 

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা তাদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে নারীপক্ষ ভোলাতে কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করার কাজ শুরু করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network