1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডিসি লেকের তীরে প্রার্চীর নির্মান বন্ধের দাবি নাগরিকদের - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম

বরিশালে ডিসি লেকের তীরে প্রার্চীর নির্মান বন্ধের দাবি নাগরিকদের

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বরিশাল নগরে ঐতিহ্যবাহি বেলস্ পার্ক সংলগ্ন ডিসিলেকে প্রাচীর নির্মাণের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নাগরিকরা।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে বরিশালের জেলা প্রশাসকের বাসভবনের সামনে সর্বস্তরের নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শহিদ আবদুর বর সেরনিয়াবাত কলেজের শিক্ষার্থী রেজওয়ান হোসেন সিয়াম, বরিশাল হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী উম্মে হালিমা লাবনী, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী সনজিত আলম সিফাত ,বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি নং বরিশাল ২৩২৪) এর সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।

 

বক্তারা বলেন ,প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেলস পার্কের পাশের ডিসি লেক বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উন্মুক্ত জলাশয়। সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা ও অসামাজিক কাজের অজুহাতে ইটের দেয়াল তোলা হচ্ছে যা কোন ভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে এই প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন,এখানে মাদক সেবন ও অসামাজিক কাজের কথা বলে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে। অথচ মাদক সেবন বন্ধ করতে নিরাপত্তা বাড়ানো যায়,পুকুরের পাশে আরো লাইটপোস্ট দিয়ে আলো বাড়ানো যায়, কিন্তু দেয়াল দিয়ে ডিসি লেক ঘিরে ফেলা কীভাবে মাদক সমস্যার সমাধান হবে? অসামাজিক কাজ বন্ধ করতে নিরাপত্তা বাড়ানো যায়, পুলিশি টহল দেয়া যায়, কিন্তু দেয়াল কীভাবে সমাধান? বরিশালের প্রকৃতিপ্রেমী মানুষ শহরের মধ্যে বিকেলবেলা বেলস পার্কে বেড়াতে আসে,খোলা মাঠে হেঁটে বেড়ায়, পুকুরের পাড়ে বসে ঠান্ডা বাতাসের স্বাদ নেয়। বরিশালের মানুষকে এই একমাত্র প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করার জন্য কোন যুক্তিই যথেষ্ট নয়।

 

বক্তারা অবিলম্বে এই প্রাচীর নির্মাণ বন্ধ করার দাবি জানান। নয়তো বরিশালবাসী মিলে এর যথাযথ জবাব দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network