
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গরীব-অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে লাস্ট ড্রেস বাই শওকত নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণ পাড়ার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলমের উদ্যোগে ডাকবাংলো ব্রিজের পশ্চিম পাশে প্রতিদিন চলবে এই চিকিৎসা সেবা কার্যক্রম।
শুক্রবার সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক মো. শওকত আরিফ জানান, আমাদের আশেপাশে অনেক গরীব-অসহায় মানুষ আছেন যারা অর্থাভাবে রোগাক্রান্ত হয়েও প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। সেসব অসহায়-গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে।
প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন ডা. মাহাবুবুল হক। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন বিনামূল্যে রোগী দেখবেন অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. মাকসুদুর রহমান। এসব চিকিৎসকদের কাছে মা ও শিশু, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার, বাথ-
ব্যথা, বক্ষব্যাধী, চর্ম, এলার্জি ও ডায়াবেটিস রোগীরা চিকিৎসা নিতে পারবেন।