
মোঃমনছুর আলম ভোলাঃ চ্যানেল এস’এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে ভোলায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭: ৩০ মিনিটের সময় ভোলা প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনকন্ঠের ভোলা প্রতিনিধি মোঃ হাফিজের সঞ্চালনায় চ্যানেল এস’এর ভোলা জেলা প্রতিনিধি মো. মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক মো. আহাদ চৌধুরী তুহিন।
শোকসভায় বক্তব্য রাখেন আব্দুল শহিদ তালুকদার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মো. আল আমিন শাহরিয়ার, মো. ইউনুস শরীফ, এইচ এম জাকির, মো. সোলায়মান, আনোয়ার পারভেজসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।