
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় হারিয়ে যাওয়া ১৫টি স্মার্টফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় লালমোহন থানায় প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন তুলে দেন ওসি মো. সিরাজুল ইসলাম। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মালিকরা। তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোবাইল ফোনের মালিকরা জানান, পুলিশের আন্তরিকতার জন্যই হারানো ফোনগুলো আবার ফিরে পেয়েছেন তারা। পুলিশ সামনের দিকেও এ ধরনের কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদী তারা।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মালিকদের জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় দেশের বিভিন্নস্থান থেকে এসব মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে।
নিজেদের হারানো মোবাইল ফোন পুনরায় ফিরে পেয়ে খুশি হয়েছেন প্রকৃত মালিকরা। আমরা সব সময় জনগণের সেবা নিশ্চিতের জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। তাই যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় সবাইকে থানায় আসার অনুরোধ জানাচ্ছি।