
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ট্যাক্স এন্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস-এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্যাক্স এন্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস-এর সভাপতি তরুণ কুমার বোস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী মনিরুজ্জামান মনির, ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান এবং আইনজীবী কামাল উদ্দিন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে আয়করের ভূমিকা অপরিসীম। তাই প্রত্যেক নাগরিকের উচিত সময়মতো আয়কর প্রদান করা। তারা আরও বলেন, কর ফাঁকি জাতীয় উন্নয়নের অন্তরায়, তাই সবাইকে আইনের আওতায় থেকে সঠিকভাবে আয়কর প্রদানের অভ্যাস গড়ে তুলতে হবে।
আলোচকরা ব্যবসায়ী সমাজকে কর প্রদানে আরও সক্রিয় হতে আহ্বান জানান এবং সাধারণ করদাতাদের কর পরিশোধের প্রক্রিয়া সহজ করার ব্যাপারেও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকরা কর প্রদানের গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন মতামত তুলে ধরেন।