1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পৌর বিএনপির প্রচার সম্পাদক হলেন যুবলীগ নেতা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

পৌর বিএনপির প্রচার সম্পাদক হলেন যুবলীগ নেতা

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের রাজনৈতিক ইতিহাসে দলবদল বা ভোলবদলের ঘটনা নতুন নয়, তবে দলীয় পদ-পদবি পাওয়া নিয়ে কখনো কখনো বিস্ময়ও দেখা দেয়।এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলায়।

ঘটনাটিকে ঘিরে বিরোধ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে। জানা গেছে, ১০নং ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক থেকে সরাসরি পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন শিহাব ফেরদৌস নামে এক নেতা।

গত ২৬ ডিসেম্বর হাজরাবাড়ী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গত ২১ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পৌর বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলে সেখানে প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব ফেরদৌসের নাম দেখা যায়।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ ছাড়া ওই কমিটির একাধিক পদে বিতর্কিত ব্যাক্তিদের পদায়ন করা হয়েছে বলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম আফসারী তার কমিটির সহসম্পাদক পদে শিহাব ফেরদৌস ছিলেন বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শিহাব ফেরদৌস জানান, যুবলীগের পদে থাকার বিষয়টি তার জানা নেই।

তিনি জানান, আমি হাজরাবাড়ী পৌরসভা এলাকার ভোটার। প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত হাজরাবাড়ীতে নানাবাড়ি থেকে পড়াশোনা করেছি। তার পৈতৃক বাড়ি ঝাউগড়া বলে নিশ্চিত করেছেন তিনি।

জানতে চাইলে হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন বলেন, হাজরাবাড়ী পৌরসভা এলাকার ভোটার হিসেবে শিহাবকে পদ দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন একটি অভিযোগ শুনেছি, কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজীব খান বলেন, যদি আওয়ামী লীগের পদধারী নেতা বিএনপির কোনো পদে নির্বাচিত হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network