
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী হাওলাদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের জন্য নিজের অর্থায়নে একটি নলকূপ (টিউবওয়েল) অনুদান প্রদান করেছেন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গাজী মোঃ সুমন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে তার ব্যক্তিগত কার্যালয়ে এই অনুদান প্রদান করা হয়।
এসময় যুবদল নেতা গাজী মোঃ সুমন বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসাধারণের সুবিধার্থে আমি সর্বদা পাশে থাকতে চাই। নিজের অর্থায়নে এই নলকূপ প্রদান করেছি যাতে মুসল্লিরা বিশুদ্ধ পানির সুবিধা পান।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মসজিদে নিরাপদ পানির সংকট ছিল। এই নলকূপ প্রদানের মাধ্যমে মুসল্লিদের জন্য একটি বড় সমস্যা সমাধান হলো।