
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
সভায় তিনি বলেন, আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকেব। প্রতিটি পূজা ম-পে স্থাপন করা হবে আইপি ক্যামেরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
এছাড়া এরআগে, লালমোহন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাও অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় এ সময় থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, প্রেস ক্লাবের আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহিনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দল এবং পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।