
লালমোহন (ভোলা) প্রতিনিধি// ভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাঈম বলেছেন, গত জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, যে দাবিগুলো-যে বিষয়গুলো ইতোমধ্যে নিষ্পত্তি হওয়ার কথা ছিল, সেই দাবিগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি।
আজকে জামায়াত ইসলামীসহ ইসলামি দলগুলো ৫ দফা দাবি নিয়ে কর্মসূচি শুরু করেছে।
এই দাবি শুধু জামায়াত বা কয়েকটি দলের নয়, এই দাবি আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। ৫ দফা দাবি হচ্ছে গণদাবী।
শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় নিজামুল হক নাঈম আরো বলেন, যদি দ্রুত এই দাবি পূরণ করা না হয় তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যেভাবে বিগত সরকারের পতন হয়েছিল, এই সরকারেরও একই কায়দায় পতন হবে। আমরা ৫ দফা দাবিতে পূরণ করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।
সুতরাং কোনো দল বা সরকার যদি ৫ দফা দাবি বাস্তবায়নে তালবাহানা করে তাদরেকেও জুলাইয়ের পরিস্থিতি বরণ করতে হবে।
লালমোহন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আক্তার উল্যাহ, শিবিরের ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাচনাইন আল মুছাসহ দলটির বিভিন্নস্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।