
লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষে ভোলার লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সপ্তাহে একদিন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে চতলা বাজারের ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপি কার্যালয়ের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ করিম নিরব। এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিল আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার।
দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবাও প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডা. অনিক বিশ্বাস।
তিনি মেডিসিন, নিউরোলজি, স্ট্রোক, মৃগীরোগ, মাইগ্রেন, ডায়াবেটিস, বক্ষব্যাধি, পরিপাকতন্ত্র, বাতব্যথা, হৃদরোগ, চর্ম ও যৌন এবং হরমোন রোগের রোগীদের চিকিৎসা দেন।
এছাড়া ডা. অয়ন্তী খাঁ দিপা গাইনি, প্রসূতি, বন্ধ্যাত্ব, শিশু, ডায়াবেটিস, মেডিসিন এবং স্ত্রীরোগের রোগীদের চিকিৎসা দেন।
আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ খান জুলহাস জানান, লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বড়বড় বাজারগুলোতে গিয়ে সপ্তাহে একদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হবে। এটি ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে করা হচ্ছে। এই ক্যাম্পে আমাদের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ গরীব-অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন।