
মোঃমনছুর আলম ভোলাঃ বোরহানউদ্দিনে উপজেলা কেন্দ্রীয় পূজামন্ডপে অনুদান দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সুপ্রীমকোর্টের সহকারী এটর্নি জেনারেল মো: এবিএম ইব্রাহিম খলিল।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন,চলতি দুর্গাপূজা উপলক্ষ্যে আমি আমার জন্মভূমি দৌলতখান উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করে দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপে গেলে সেখানে একদল দূর্বৃত্ত আমার উপর অতর্কিত হামলা চালায়। তারা আমার গাড়ীতে (যার নাম্বার- ঢাকা মেট্রো-ঘ,১১৬৬০৭) প্রথমে ডিম নিক্ষেপ করে,পরে আমার ব্যাক্তিগত গাড়ীটি ভাংচুর করেছে।
সংবাদ সম্মেলনে তিনি তার উপর এসব হামলায় ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে দায়ী করেন। তিনি বলেন,ভোলার পুলিশ প্রশাসন আমাকে বিন্দুমাত্র নিরাপত্তা দেয়নি। বোরহানউদ্দিন থানার ওসির সামনেই আমার উপর এ হামলা চালানো হয়েছে বলে দাবী করেন,সহকারী এটর্নি জেনারেল ইব্রাহিম খলিল। তিনি বলেন,জুলাই বিপ্লবের পর এলাকায় অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় দূর্বৃত্ত গোষ্ঠীটি আমাকে হত্যার পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি এ হামলার শিকার হলাম।