1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে দুই নারী নকলনবিশের কাছে মিলল ৬৭ হাজার টাকা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

পিরোজপুরে দুই নারী নকলনবিশের কাছে মিলল ৬৭ হাজার টাকা

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবিসহ নানা অভিযোগে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় দুদকের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় শিল্পী রানী বিশ্বাস ও মরজিনা খানম নামে দুই নকলনবিশের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ‎শিল্পি রানী বিশ্বাস পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী এবং মরজিনা খানম পিরোজপুর সদর উপজেলার বাশবাড়িয়া গ্রামের মো. জাহাঙ্গীর মৃধা স্ত্রী।

‎দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথমে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। এ সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় তারা। পাশাপাশি এ সময় সনদধারী তল্লাশিকারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায়, যা নিয়মবহির্ভূত। পরে তাদের তল্লাশি করে দুই নারী নকলনবিশের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করে দুদক। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

‎অভিযান শেষে দুদকের টিম লিডার ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি।

এ সময় প্রাথমিকভাবে আমরা সকল অভিযোগের সত্যতা পাই। এছাড়া সনদধারী তল্লাশিকারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায় যা নিয়ম বহির্ভূত পরে তাদের তল্লাশি করে দুই নারী নকলনবিশ এর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

তারা এ টাকার সঠিক উৎস এখনো বলতে পারেনি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক বিস্তারিত জানানো যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network