
লালমোহন (ভোলা) প্রতিনিধি: পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেছেন, সবারই যার যার ধর্ম রয়েছে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে, মানুষের ও দেশের অমঙ্গলের কথা বলে। সব ধর্মই মঙ্গলের কথা বলে।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান মিলে একসঙ্গে সেই মঙ্গলের পথে ধাবিত হবো। সোমবার রাত সোয়া ১০ টায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলার কেন্দ্রিয় শ্রী শ্রী মদন মোহন জিও মন্দিরের পূজা মÐপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত ডিআইজি আরো বলেন, পুলিশ চায় দেশের নাগরিকদের যেকোনো সুবিধা-অসুবিধায় পাশে থাকতে। এ কারণে থানা নাগরিকদের জন্য উন্মুক্ত। যেকোনো সমস্যায় থানায় গেলে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে ভুক্তভোগীর পাশে থাকবেন এবং সমস্যার সমাধান করবেন।
লালমোহন উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি নিরব কুমার দে’র সভাপতিত্বে এ সময় ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসান পিন্টু লালমোহন (ভোলা) প্রতিনিধি