1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পূজামন্ডপ পরিদর্শনে জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

পূজামন্ডপ পরিদর্শনে জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
 চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, এতদিন একটি গোষ্ঠী জামায়াতে ইসলামী  আর হিন্দু সম্পদায়ের মধ্যে প্রাচীর তুলতে চেষ্টা করেছিলো।
কিন্তু ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ছে। জামায়াতে ইসলামী’র নেতা কর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে জুলুম করেছে, কিংবা তাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর দখল করেছে এমন একটি প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু রাজনৈতিক কারণে ঐ গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাই বোনদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে।
তাদের এই ধারণা ভুল প্রমানিত হয়েছে, এখন হিন্দু সম্প্রদায় বাস্তবে বুঝে জামায়াতে ইসলামী’র কাছে নিজেদেরকে সবচেয়ে নিরাপদ মনে করছে ।  তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চরফ্যাশন পৌরসভার ছয়টি পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী’র আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান,মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম,  শ্রমিক কল্যান ফেডারেশন এর উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। এদিকে জামায়াত নেতৃবৃন্দকে পূজামণ্ডপে পেয়ে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network