চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ডাকসুর সাবেক এজিএস ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি’র ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ছে।
দলের নেতা কর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে জুলুম করেছে, কিংবা তাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর দখল করেছে এমন একটি প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু রাজনৈতিক কারণে কু-চক্রি মহল স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাই বোনদেরকে মিথ্যা অপপ্রচারে লিপ্ত।
তিনি ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এ যাবৎ ২১ টি ইউনিয়নের ১২টি পূজা মন্ডপে ঘুরে পরিদর্শন করেন এবং আর্থিং অনুদান প্রদান করেন। রাতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চরফ্যাশন পৌরসভার ছয়টি পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
নাজিম উদ্দিন আলম আরো বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। “ধর্ম যার যার, উৎসব তার তার” এই স্লোগান কে ধারণ করে আমাদের পথচলা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মিঠু, শ্রমিক দলের সভাপতি মির আবুল কালাম আজাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দীন কাউছ,পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সহ নেতৃবৃন্দকে পূজামণ্ডপে পেয়ে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।