লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সভা হয়।
এতে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন।
এরই মধ্যে পালিয়ে যাওয়া মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছেন। পতিত শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা আগামী নির্বাচন যাতে ভালোভাবে না হতে পারে তার জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন। এজন্য জাতীয়তাবাদী দলের সৈনিকদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবীর হাওলাদারের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।