1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এক ইলিশ ১০ হাজার টাকা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

এক ইলিশ ১০ হাজার টাকা

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লক্ষ্মীপুরের রামগতির জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। এই একটি ইলিশ মাছ ডাকে (নিলামে) ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে ওই বড় মাছটি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ ব্যাপারী। এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। এ মাছটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মফিজ মাঝি আমাদের মাছ ঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল ব্যাপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসে। এরমধ্যে একটি বড় ইলিশ ১০ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ ব্যাপারী। এ প্রথম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে দেখলাম।

অজি উল্যাহ ব্যাপারী জানান, ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি ঢাকার মোকামে পাঠাব, আশা করছি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব। এমন বড় ইলিশ সচরাচর দেখা মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে বলেও তিনি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network