
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক হায়াত উদ্দিনকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় হাড়িখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হায়াত উদ্দিন শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, হত্যার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।