
ক্রীড়া ডেস্ক// বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন টানা দুইবারের শিরোপা জিতে হ্যাটট্রিক শিরোপার দৌড়ে থাকা ফরচুন বরিশাল। কারণ হিসেবে আসন্ন বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারানো ও ক্রিকেট রাজনীতিতে প্রভাব হারানোর বিষয়টিকে উল্লেখ করেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমান।
তিনি বলেন, ‘তারা বিপিএল আয়োজন করতে পারবে? তারা কীভাবে করবে? ওখানে যারা আছে, যারা নির্বাচিত হচ্ছে ওখানে, বিপিএল করার মতো কার নামটা আছে বলেন আমাকে!
গত বেশ কয়েকটা বিপিএলের আসর থেকেই ফরচুন বরিশালের প্রাণভোমরা তামিম ইকবাল। তিনিও এর মধ্যে বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, যার প্রভাব বিপিএলে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও বিপিএলে অংশ নেওয়ার বিষয়ে তার সাথে কোনো আলোচনা হয়নি মিজানুর রহমানের। কিন্তু এরই মাঝে চুক্তি হওয়া সকল বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির।
এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘সাইন যেগুলো করেছি, সবগুলো বাতিল করতে হবে। কেননা ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।
এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুব আনাম বিসিবি নির্বাচনে অংশ না নেওয়ায় নতুন কমিটিতে থাকবেন না। নতুন করে গভর্নিং কাউন্সিল গঠন, ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট সবকিছু এই সময়ে গুছিয়ে নেয়াও কঠিন। সেক্ষেত্রে পরবর্তী আসর কবে হবে, তা নিয়ে সন্দিহান ফরচুন বরিশাল।
ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার বলেন, ‘তারা তো বিপিএলের ফিকশ্চারই দিতে পারবে না।
একইসঙ্গে বছরের পর বছর ধরে ক্রিকেটের পেছনে অর্থ, মেধা, শ্রম দিয়ে সম্মান না পাওয়ার অভিযোগও জানান মিজানুর রহমান।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে অনেকে ভোটাধিকার হারিয়েছেন। তাদের একজন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন তিনি, যা আলোচিত ১৫টি ক্লাবের একটি।